সিফাত হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মানববন্ধন ও শোকর্যালি করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল সোয়া ১১টায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঢাবি ও রাবির শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে ফিরে এসে শেষ হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, সিফাত হত্যা আজকে নতুন নয়। যৌতুকসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য সিফাতকে হত্যা করা হচ্ছে। গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ জাতীয় পরপর দু’টি ঘটনা ঘটেছে। এসব নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
এমএইচ/এএইচ/বিএ/পিআর