বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি শুরু


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্ট্যাডিজ বিভাগে (সামার সেমিস্টার) ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১ মে পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ মে।

বৃহস্পতিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকতা বিভাগ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমান বলেন, চার বছর মেয়াদী অনার্স প্রোগ্রামে ১ম ব্যাচের শিক্ষার্থীরা তাদের ১ম সেমিস্টার শেষ করার পথে। ২য় ব্যাচের জন্য ১ মে পর্যন্ত আবেদনকৃতদের ২ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ক্লাস শুরু হবে ১০ মে থেকে।

তিনি বলেন, তত্বীয়-ব্যবহারিক-গবেষণার সমন্বয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে সাংবাদিকতা শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতি গুরুত্ব দিয়ে বরেন্দ্র বিশ্ববিশ্বদ্যালয় কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু করেছে। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় একটা যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করেছে। এছাড়া তিনি সাংবাদিকতার বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য নুরুল হোসাইন চৌধুরী, রেজিস্ট্রার শামীম আহসান পারভেজ, জনসংযোগ প্রশাসক শুভ কর্মকার প্রমুখ।

উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর মাত্র ৮৭ জন শিক্ষার্থী নিয়ে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে মোট ৮টি বিভাগের প্রায় ২৫০০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।