‘বঙ্গবন্ধু জাতির কাছে অমর’


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৭ মার্চ ২০১৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজকের এই বাংলাদেশ হতো না। আমরা স্বাধীন হতাম না। বঙ্গবন্ধুই বাংলাদশের স্থপতি। বঙ্গবন্ধু জাতির কাছে অমর।

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বেরোবি কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল-সকালে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান প্রভৃতি।

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা সকালে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আয়োজক কমিটির আহ্বায়ক আপেল মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপাচার্যের সহ-ধর্মিণী এবং সমাজকর্মী মিসেস গুল নাহার নবী প্রমুখ।

নয়ন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।