ঢাবি শিক্ষার্থীকে মারধর করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই


প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৫ মার্চ ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। বুধবার রাতে সায়েন্স ল্যাবরেটরির সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম ওবায়দুল হাসান। তিনি ঢাবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত অবস্থায় ওবায়দুলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ওবায়দুল জানান, টিউশনি শেষে হলে ফেরার পথে সায়েন্স ল্যাবরেটরির সামনে লেগুনাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে তারা সেখানেই ওবায়দুলকে মারধর করে। ছিনিয়ে নেয় সঙ্গে থাকা মানিব্যাগ, স্মার্টফোন ও বইয়ের ব্যাগ। তবে ঢাকা কলেজের ওইসব শিক্ষার্থীদের চেনেন না বলে জানান ওবায়দুল।

বিষয়টি ওখানকার দায়িত্বরত পুলিশকে অবহিত করা হলে তারা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।