পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবির বর্ণাঢ্য আয়োজন


প্রকাশিত: ১১:৪০ এএম, ১২ এপ্রিল ২০১৫

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন নবউল্লাসে মেতে উঠবে কোটি বাঙালির হৃদয়। এবারের চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন ১৪২২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ করেছে।

নববর্ষ বরণে চারুকলা অনুষদ থেকে ৪ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সমূহের মধ্যে রয়েছে- ১৩ এপ্রিল ২০১৫ সোমবার চৈত্রসংক্রান্তি উদযাপন, ১৪ এপ্রিল ২০১৫ মঙ্গলবার পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা। এ বছর ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ প্রতিপাদ্যকে সামনের রেখে শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বরে ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হবে। ১৫ এপ্রিল সন্ধ্যায় চারুকলার শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ হবে যাত্রাপালা। এছাড়া অনুষ্ঠিত হবে লোকগানের আসর।

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা বিভাগের প্রযোজনায় ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় সেলিম আলদীন-এর ‘চিত্তনখোলা’ কলাভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনের মধ্য দিয়ে নাটমন্ডল প্রাঙ্গণে ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় ও ১৪ এপ্রিল সকাল ১০টায় বিভাগীয় শিক্ষার্থীদের নৃত্য-গীত-বাদ্য শৈলীর মুক্ত প্রদর্শনীসহ নাটমন্ডল মিলনায়তনে প্রতি সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মধ্যযুগের বাংলা নাট্য পদ্মাপুরাণ অবলম্বনে ‘চম্পকনগরের উপকথা’।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে সংগীত বিভাগ ১৪ এপ্রিল সকাল ৮টায় কলাভবনের সম্মুখে বটতলায় বাংলা গানের আসর-এর আয়োজন করেছে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ১৪ এপ্রিল বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্লাব চত্বরে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। ক্লাবের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।