সাগিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৬ মার্চ ২০১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সোমবার আমেরিকার মিশিগান রাজ্যের সাগিনা ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ডেভিড পি. নিকলস সাক্ষাৎ করেছেন।

এ সময় উপাচার্য ও ড. ডেভিড দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতোমধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা বিষয়ে সমঝোতা চুক্তির বিভিন্ন সম্ভাবনা নিয়ে কথা বলেন।

ড. ডেভিড জানান, এ চুক্তির আওতায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ সাগিনা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যেতে পারে। সাগিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন। উপাচার্য সমঝোতা চুক্তির সম্ভবনাগুলো এগিয়ে নিতে ড. ডেভিডকে অনুরোধ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে প্রো-ভিসি অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান উপস্থিত ছিলেন।  

হাফিজুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।