রাবি ক্যাম্পাসে থানা স্থাপন বন্ধসহ ৫ দফা দাবি


প্রকাশিত: ০১:২২ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) থানা স্থাপনের তৎপরতা বন্ধসহ আরো ৫ দফার দাবি জানিয়েছে রাবি প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার বেলা ১১টায় রাবি ছাত্র ইউনিয়নের দলীয় টেন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এসময় আরো কিছু দাবি তোলা হয়। দাবিগুলো হলো, ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, অবিলম্বে রাকসু ও টিএসসিসি (টিচার স্টুডেন্ট কালচারাল সেন্টার) কার্যকর করা, সাধারণ শিক্ষার্থীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা, শিক্ষা বাণিজ্য বন্ধ করা এবং অবিলম্বে ক্যাম্পাসের পরিবহন ব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে থানা স্থাপন সম্পর্কে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে থানা বা পুলিশ ফাঁড়ি বসিয়ে সন্ত্রাস-হত্যা, নিপীড়ন বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। যদি ক্যাম্পাসে থানা স্থাপন করা হয় তাহলে সকাল-বিকেল এখানে আসামি ধরে আনা হবে, সরকারি দলের গডফাদারদের পদধূলি পড়বে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ে থানা স্থাপন করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিবর্তে পুলিশের দুর্নীতিগ্রস্থ সদস্যের চাঁদাবাজি-নৈরাজ্যেও হার শুধুই বাড়বে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।

গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থানা স্থানান্তর সম্পর্কে প্রস্তাব উত্থাপন করার পর থেকেই ক্যাম্পাসে এ বিষয়ে উত্তেজনা বিরাজ করছে।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।