ইউল্যাবে চলছে বই মেলা


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৮ এপ্রিল ২০১৫

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ  (ইউল্যাব) মঙ্গলবার ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক বইমেলা এবং ইউল্যাব কর্তৃক প্রকাশিত বইয়ের প্রকাশনা উৎসব আয়োজন করেছে।

বইমেলার উদ্বোধন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ। বইমেলায় ১৬ টি স্টল রয়েছে যার মধ্যে ১৫ টি স্টল দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার এবং ১ টি ইউল্যাবের। বই মেলা শেষ হবে ৮ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনের পরে আলোচনা অনুষ্ঠান এবং ২টি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের প্রফেসর ইমিরেটাস রফিকুল ইসলাম।  

প্রধান অতিথির বক্তৃতায় ড. কাজী আনিস আহমেদ বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একটি মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য বই পড়ার ভূমিকা অনেক। বই পড়া মানুষের নিত্য দিনের অভ্যাস হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

অন্যান্যদের মধ্যে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক এইচ. এম. জহিরুল হক, রেজিস্ট্রার লেফট্যানেন্ট কর্নেল  মোঃ ফয়জুল ইসলাম (অবঃ) এবং ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান,  শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।