ঢাবির ৫০তম সমাবর্তনের কস্টিউম ও গিফট বিতরণ


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনের একাডেমিক কস্টিউম ও গিফট বিতরণ শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। আজ ছাত্রছাত্রীদের মাঝে সমাবর্তনের পোশাক ও অনুষ্ঠানে প্রবেশের পাস বিতরণ করা হয়।

পোশাক হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেন। কালো গাউন ও কালো ক্যাপ পড়ে বহু শিক্ষার্থীকে কলা ভবন ও আশপাশের এলাকায় বন্ধুদের সঙ্গে সেলফি ও গ্রুপ ছবি তুলতে দেখা যায়।

সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আজ মঙ্গলবার ও কাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজেদের কস্টিউম ও গিফট সংগ্রহ করতে পারবেন।

gift

ঢাবি কলা অনুষদ ভবন, বিজ্ঞান ক্যাফেটেরিয়া (কার্জন হল), বিজনেস স্টাডিজ অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে একাডেমিক কস্টিউম সংগ্রহ করা যাবে। ৪ মার্চ সমাবর্তন শেষ হওয়ার পর এগুলো ফেরত দিতে হবে।

সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের আগামী ৩ মার্চ (শুক্রবার) দুপুর আড়াইটার মধ্যে সমাবর্তন মহড়ায় অংশগ্রহণের জন্য কার্জন হল মলে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

gift

উল্লেখ্য, আগামী ৪ মার্চ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এমইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।