রাজনীতির মাঠে বাতিঘর ছিলেন সুরঞ্জিত


প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতির মাঠে তিনি ছিলেন এক বাতিঘর। ছিলেন আলোকিত মানুষ। পথ দেখিয়েছেন অনুজদের। সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে সুনামগঞ্জ সমিতি ঢাকা। সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সুরঞ্জিতের সহধর্মনী ড. জয়া সেনগুপ্ত, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মেসবাহ, মোয়াজ্জেম হোসেন, শামসুন নাহার বেগম প্রমুখ।

এ সময় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেন, তিনি সংসদীয় রাজনীতি ও নিয়মকানুন শিখেছেন সুরঞ্জিত সেনগুপ্ত থেকে। সুরঞ্জিত ছিলেন নবীন সাংসদদের শিক্ষাগুরু আর তারা ছিলেন ছাত্র। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত থেকে আমরা শুধু সংসদ বিষয়ে নয়, রাজনীতিতে অনেক কিছু শিখেছি। তার চলে যাওয়া কখনো পূরণ হবার নয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সুরঞ্জিতকে আমি নাম ধরেই ডাকতাম। সে ছিল সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ। সংবিধানের খুঁটিনাটি বিষয় বেশ ভালোভাবেই রপ্ত করেছে সুরঞ্জিত। তার এ বিশেষজ্ঞ হওয়ার পেছনে বঙ্গবন্ধুর পেট্রোনাইজ ছিল। সে ছিল একজন আপাদমস্তক রাজনীতিবিদ।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সুরঞ্জিত ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করলেও কখনও অন্ধবিশ্বাস করতো না। যেখানে তার নীতির সঙ্গে যেত না সেখানেই সুরঞ্জিত প্রতিবাদ করতো। তিনি ছিলেন মুক্ত চিন্তার মানুষ।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।