বৃত্তি পেলেন ঢাবির ৫ কৃতি শিক্ষার্থী


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফল করায় পাঁচ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া সহ-শিক্ষা কার্যক্রমে অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্য পুরস্কৃত করা হয়েছে আরও ৫৭জন শিক্ষার্থীকে।

সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত নবীনবরণ ও অগ্রায়ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও  পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এছাড়া সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।