জাবিতে ছাত্রদল নেতাকে পেটালো ছাত্রলীগ


প্রকাশিত: ১০:২৬ এএম, ২০ আগস্ট ২০১৪
হূমায়ুন হাবীব হীরন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের ৩৪৭ নং কক্ষে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হন- বঙ্গবন্ধু হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হূমায়ুন হাবীব হীরন (ইতিহাস, ৪০তম ব্যাচ) ও ছাত্রদলকর্মী আল-আমীন (ইতিহাস, ৪১তম ব্যাচ)।

জানা যায়, ১৯ আগস্ট সোহরাওয়ার্দীতে বিএনপি আয়োজিত সমাবেশে যোগদান করায়  তাদের ওপর হামলা চালানো হয়েছে। পরে আহত অবস্থায় তাদের রাতেই সাভারের ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়।
 
আহত হীরন বলেন, শুধুমাত্র বিএনপির সমাবেশে যোগদানের অপরাধে ছাত্রলীগের কর্মীরা আমাকে নির্মমভাবে পিটিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে জাবি ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক  আব্দুল কাইয়ুম বিপুল, ঢাকার সমাবেশে যাওয়ার কারনেই তাদের মারা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর তপন কুমার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।