বেরোবি ছাত্রলীগের সম্মেলন ৩০ মার্চ


প্রকাশিত: ১০:৩০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের প্রথম সম্মেলন আগামী ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এই সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ মুঠোফোনে জাগো নিউজকে বলেন, নেতৃত্ব নির্বাচনে প্রথমে আমরা দেখি তার ছাত্রত্ব আছে কি না, বয়স আছে কি না, বিবাহিত কি না এবং অতীতে কোনো অভিযোগ আছে কি না। এরপর চিন্তা করি কাকে দিলে বিশ্ববিদ্যালয় ভালো চলবে। শিক্ষার্থী বান্ধব মেধাবী, সৎ ও যোগ্যদেরই নেতৃত্বে নিয়ে আসা হবে।

বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এই শাখাতে প্রথমবারের মতো সম্মেলন হতে যাচ্ছে। নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে। নতুন কমিটিতে পদ পেতে নেতাকর্মীদের দৌঁড়-ঝাপও বেড়েছে।

এর আগে ২০১৩ সালের ৩০ অক্টোবর মেহেদী হাসান শিশিরকে সভাপতি এবং মোস্তফা মাহমুদ হাসানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।

সজীব হোসাইন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।