বইয়ের ছবি প্রতিযোগিতায় প্রথম জবি শিক্ষার্থী


প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

বইয়ের ছবি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফয়সাল খান।

শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর চিত্রশালার মিলনায়তনে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন বই পড়ুয়াদের জনপ্রিয় ফেসবুকভিত্তিক সংগঠন `বইপোকাদের আড্ডাখানা`।

প্রায় দেড় লাখ সদস্যের এই গ্রুপের উদ্যোগে সম্প্রতি হয়ে গেল `বইয়ের ছবি ` শীর্ষক ফটোগ্রাফিক প্রতিযোগিতা।

ফয়সালের ছবিটি সাড়ে তিনশ ছবির মধ্যে বিভিন্ন স্তরে বাছাই শেষে প্রথম স্থান অধিকার করে । এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ওয়াসি আহমেদ রাফি ও স্বপ্নীল সাহা।

অনুষ্ঠানে ফয়সাল খান বলেন, আত্ম উন্নয়নের জন্য সকলেরই বই পড়া উচিত। বই মানুষকে উন্নত করে, চিন্তার জগতকে করে শাণিত, পৃথিবীকে জানতে হলে, বুঝতে হলে বই পড়ার বিকল্প নেই।

এসএম/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।