রাবিতে থানা স্থানান্তরের পরিকল্পনা, শিক্ষার্থীদের প্রতিবাদ


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৪ এপ্রিল ২০১৫

তিন মাস ধরে বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহনব্যবস্থা পুনরায় চালু করার দাবি ও মতিহার থানাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকিতে এসে শেষ হয়। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে থানা স্থাপন আইনগতভাবে অনৈতিক। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরো বলেন, ক্যাম্পাসে থানা স্থাপন করা হলে ছাত্র-ছাত্রীরা  পুলিশ দ্বারা আরো হয়রানির স্বীকার হবে। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা চালু করারও দাবি জানানো হয়।

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়নের সঞ্চালনায় এ সময় সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনি, সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন প্রমুখ।

উল্লেখ্য, গত ৩১ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৫৮তম সভায় নগরীর মতিহার থানা ভবনটি রাবি ক্যাম্পাসে স্থানান্তর ও একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ প্রসঙ্গটি উত্থাপন করা হয়। এসময় দু’জন সিন্ডিকেট সদস্য এ বিষয়ে অনাপত্তি দেন।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।