প্রেমিকা না পেয়ে ঢাবিতে বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ১১:০১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘এক দফা এক দাবি, প্রেম হবে সার্বজনীন’, ‘ভালোবাসা আমার অধিকার, আমাকে ভালোবাসতেই হবে’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে প্রেমে (প্রেমিকা) বঞ্চিত তরুণরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ‘ভালোবাসা দিবস’-এ প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ভালোবাসাবঞ্চিত সম্প্রদায়’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সূর্যসেন হল থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শামসুন্নাহার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে তারা বলেন, ভালোবাসা দিবস এলেই প্রেমিক-প্রেমিকারা দিসবটি উদযাপন নিয়ে যখন নানা পরিকল্পনা করে তখন প্রেমবঞ্চিতদের হতাশায় ডুবতে হয়। জীবনে কোনো ললনার হাত না ধরতে পারার আক্ষেপ যেন তাদের তাড়া করে বেড়ায়। তাই দিবসটি সবার জন্য নিরর্থক।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা আরও বলেন, ভণ্ড প্রেমিকের সংখ্যা বেড়ে গেছে। কেউ চার/পাঁচটা প্রেম করে আবার কেউ একটাও করতে পারে না। এর বিরোধিতায় আমরা সংঘবদ্ধ হয়েছি। পুঁজিবাদের কালো ছায়া থেকে ভালোবাসাকে মুক্ত করতে হবে।

এমএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।