শেকৃবিতে গমের ব্লাস্ট রোগ নিয়ে সেমিনার


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

বিশ্বব্যাপী গমের ভয়াবহ ‘ব্লাস্ট রোগ’ নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘গমের ব্লাস্ট রোগ : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ। আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

এছাড়া বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকান্দার আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, অতিথি সাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ছাড়াও মূখ্য আলোচক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম উপস্থিত থাকবেন।

মো. রাকিব খান/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।