জবি থেকে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি লাভ করলেন মোস্তফা কামাল


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শিক্ষার্থী হিসেবে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করলেন।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তফা কামালের গবেষণার বিষয়  ‘বিভিন্ন ধর্মে নারীর অধিকার: পরিপ্রেক্ষিতে বাংলাদেশ (Women Possession in Different Religions: Perspective Bangladesh)’ শীর্ষক অভিসন্দর্ভ।

মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

পিএইচডি ডিগ্রি পাওয়ার পর তার অনুভূতি জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি শ্রম দিয়ে, মেধা দিয়ে আমার এ কাজটি সম্পন্ন করেছি। এটা অবশ্যই আনন্দের বিষয়। গর্বের বিষয়। তবে এ গর্ব শুধু একা আমার নয় এটা পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের গর্ব।’

তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার কর্মের মাধ্যমে এই ডিগ্রি অর্জন করেছি। তবে শিক্ষক হিসেবে এটা আমার দরকার । ভবিষ্যতে আরও অন্যান্য ডিগ্রি অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাকে আরও সমৃদ্ধ করতে চাই।’

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।