জবিতে ৪ ছাত্রলীগকর্মী সাময়িক বহিষ্কার


প্রকাশিত: ০৬:০০ এএম, ২৪ মার্চ ২০১৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রের ওপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র মিন্টু সরকার, ইংরেজি বিভাগের আপন আহসান ও কামরুল আহসান এবং ফিন্যান্স বিভাগের মো. শাহেদ আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ১৯ মার্চ রাত আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইয়াসিন আরাফাত। বিনা কারণে তাঁকে মারধর করা হয়। তাই প্রথমিক তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।