অবশেষে খুলল বেরোবির তালা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চার মাস বন্ধ থাকার পর খুলেছে প্রশাসনিক ভবনের তালা। রোববার বেলা সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের সহায়তায় প্রশাসন ভবনের মূল ফটকের তালা খোলা হয়।
এদিকে প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়ায় উপাচার্যকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে শিক্ষকদের নীলদল, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোর্শেদ-উল-আলম জানান, গত ২ নভেম্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবীর অপসারনের দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষক সমিতি। আন্দোলনের কিছু দিন পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুঁলিয়ে দেয়। এতে শিক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তিনি আরো জানান, এ দাবিতে আন্দোলনকারীরা ক্যাম্পাসে অনশন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। উপাচার্য আন্দোলনকারীদের লিখিতভাবে চিঠি দিয়ে আলোচনার আহবান জানালেও কোন সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্য শফিকুল ইসলাম জানান, তালা খোলার সময় ভারপ্রাপ্ত প্রক্টর শাহীনুর রহমান উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উপাচার্য বলেন, আমি এখনও আন্দোলনকারীদের প্রতি আহবান জানাই তারা আন্দোলন ছেড়ে নতুন এ বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করুক। ঠিকভাবে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নিক। যে সব দাবি দাওয়া রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
এএইচ/পিআর