পাঠ্যপুস্তকে ভুল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় ছাত্র ফেডারেশন


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৭

প্রশ্ন ফাঁস, ভুল উত্তরপত্রে ইচ্ছামতো বেশি নম্বর দিয়ে পাসের হার বাড়ানো, ভর্তি বাণিজ্য ও শিক্ষক নিয়োগে অনিয়মসহ পাঠ্যপুস্তকে ভুলের দায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির নেতারা। এ সময় ছাত্র ফেডারেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি তুলে ধরেন।  

দাবিসমূহের মধ্যে রয়েছে- ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দায়ী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দলীয় স্লোগান ব্যতীত ভুল সংশোধন করে দ্রুত সময়ে পাঠ্যপুস্তক বিদ্যালয়সমূহে পৌঁছে দেয়া, পাঠ্যপুস্তক প্রণয়নের পূর্বে শিক্ষাবিদদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে পাঠ্যপুস্তক প্রণয়ন ও তা জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত রাখা ও দেশের বই দেশে ছাপাতে হবে।

এসময় সংগঠনের সভাপতি সৈকত মল্লিক বলেন, পাঠ্যবইয়ে ভুল, শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী ইতিবাচক ভূমিকা রাখছেন না, তিনি শিক্ষামন্ত্রী হিসেবে পুরো ব্যর্থ। আঠা দিয়ে ভুল ঢাকার হাস্যকর পরামর্শ দিচ্ছেন তিনি।

১৫ জানুয়ারির মধ্যে দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ১৬ জানুয়ারি বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এছাড়া বৃহস্পতিবার বিকেল ৩টায় টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে পাঠ্যপুস্তক, শিক্ষার মান ও ছাত্র আন্দোলন বিষয়ে গোলটেবিল বৈঠক কর্মসূচির কথা জানানো হয়।  

সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সহ-সভাপতি আল জাহিদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।