ইবি ক্যাম্পাস খোলার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচি


প্রকাশিত: ১০:২১ এএম, ১৮ মার্চ ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে অবস্থান কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা।  বুধবার সকাল ১১টায়  বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসুচি পালন করে।

শিক্ষার্থীদের অবস্থানের প্রেক্ষিতে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হাকিম সরকার, উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. লোকমান হাকিম শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন। এসময় তারা জানান, বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া-ঝিনাইদহ পুলিশ ও জেলা প্রশাসনের সাথে ইবি প্রশাসনের সভা রয়েছে। সভা শেষে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার জন্য নির্দিষ্ট সময় না পেয়ে প্রশাসন ভবনের সামনে অব্স্থান করতে থাকে।  এসময় শিক্ষার্থীরা  ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন  জামাত-শিবির-বিএনপির মত ক্যাম্পাস অবরোধ করে রেখেছে বলেও তারা অভিযোগ করেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর পর শিক্ষার্থীদের ব্যাপক তাণ্ডবকে কেন্দ্র করে  ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে প্রশাসন। ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে গত  ২২ ফেব্রুয়ারি থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।