‘সুন্দরবন না রামপাল’ ইস্যুতে প্রতীকী গণভোট


প্রকাশিত: ১০:৪০ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে ‘রামপাল চান, নাকি সুন্দরবন’ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত যাচাই করতে প্রতীকী গণভোটের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এ গণভোট চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ে এ রায় ঘোষণা করা হবে বলে জানান সংগঠনটির বেরোবি শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন।

তিনি জানান, সরকার সুন্দরবনকে কেন্দ্র করে এত বড় (রামপাল বিদ্যুৎকেন্দ্র) একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে অথচ এ ব্যাপারে বিজ্ঞানী-গবেষক-বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা করছে না।

এ গণভোটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুম, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর প্রত্যেকের কাছে যাব। তাদের ভোট ব্যালটের মাধ্যমে সংগ্রহ করবো। ভোট গণনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে জনগণ কী চায়, রামপাল বিদ্যুৎকেন্দ্র নাকি সুন্দরবন?

সজীব হোসাইন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।