ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৬ মার্চ ২০১৫

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস খুলে দেয়া ও ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার কাস্টমমোড়ে আয়োজিত  মানববন্ধন কর্মসুচিতে বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে ক্যাম্পাসের অচলাবস্থার নিরসনের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর থেকে সাড়ে তিন মাসের বেশি সময় ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।