ঢাবির ৫০তম সমাবর্তন মার্চে


প্রকাশিত: ১১:৪৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (জিমনেসিয়াম মাঠ) এ সমাবর্তন অনুষ্ঠান হবে। এবারের সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কানাডার ওয়ের্স্টান ওন্টারিও ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অমিত চাকমা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এতে অংশগ্রহণে আগ্রহীদের ফরম বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে ২০১৫ সাল থেকে নির্ধারিত সময়ের মধ্যে যেসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে সেসব গ্রাজুয়েট ও পদক প্রাপ্তরাই অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে সমাবর্তন ফরম সংগ্রহ করা যাবে।

এমএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।