শিবির সন্দেহে ঢাবিতে ৪ শিক্ষার্থীকে পিটিয়ে আহত
ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। পরে তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- আসাদুজ্জামান (আরবী বিভাগ), জিয়াউর রহমান (ইসলামের ইতিহাস), গিয়াস উদ্দিন (স্বাস্থ্য অর্থনীতি), তুহিন (মার্কেটিং)। এদের মধ্যে জিয়াউর রহমান, গিয়াস, তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, শিবির সন্দেহে এসএম হল থেকে ৪ জনকে ধরা হয়েছে। পরে রাতের বেলায় তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আমি তেমন কিছু জানি না।
এসএইচএ/এমএস