গুগল ট্রান্সলেটে ৩ লাখ শব্দ যোগ করেছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১১ মার্চ ২০১৫

বাংলা ভাষা ও বাংলা তথ্যভান্ডারকে বিশ্বের কাছে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখতে পারে গুগল ট্রান্সলেট। আর গুগল ট্রান্সলেটে বাংলাকে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদেরই। সবার অংশগ্রহণে এই বিশাল কাজটি করা সম্ভব।

গুগল ডেভেলপার্স গ্রুপ বাংলা (জিডিজি বাংলা) উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বুধবার পর্যন্ত গুগল অনুবাদে ৯ দিনে মোট ৩ লাখ ২৪ হাজার ৯৭৪টি বাংলা শব্দ যোগ করেছেন। ২ মার্চ ‘বাংলা ট্রান্সলেশন এ-থন’ নামের এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির শেষ দিনে গুগল ডেভলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা) উদ্যোগে এই আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০০ জন শিক্ষার্থীকে স্মারক ও সন্মাননা প্রদান করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্বারক প্রদান করেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।