জাবির ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু ১৭ আগস্ট


প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১২ আগস্ট ২০১৪

আগামী ১৭ আগস্ট সকাল ১০টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে। আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফরম বিতরণ চলবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলীম বিষয়টি নিশ্চিত করেছন।

এবারের ভর্তি পরীক্ষায় কলা ও মানবিক অনুষদ ছাড়া সব অনুষদে ‘ইউনিট’ ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ওই অনুষদে একটি মাত্র প্রশ্ন থাকবে। সেখানে ৯টি বিষয়ের ৯টি প্রশ্নমালা এক সঙ্গে থাকবে। ভর্তিচ্ছুরা পছন্দের যে কোনো ৪টিতে উত্তর দিতে পারবে বলে জানা গেছে।

এবারের ভর্তি পরীক্ষার ফরম অনলাইনে পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।