২ মার্চ ঢাবিতে ধর্মঘট


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিত রায়ের হত্যাকরীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

শনিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক।

তিনি ঢাবি ক্যাম্পাসসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এসময় তিনি কর্মসূচি ঘোষণা করে বলেন, রোববার সকাল থেকে কালো ব্যাজ ধারণ করা হবে। সোমবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি। মঙ্গলবার বিকেল ৩টায় শাহবাগে ছাত্র-শিক্ষক-জনতার ব্যানারে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর ১২টায় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক, ছাত্রমৈত্রী সভাপতি হাবিবুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা রাশেদ শাহরিয়ার প্রমুখ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।