জাবিতে পাখিমেলা অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:২৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে পাখিমেলা। প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ মেলার উদ্বোধন করেন আইইউসিএন এর বাংলাদেশস্থ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, বিশিষ্ট পাখিবিশারদ ড .ইনাম আল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মেলার মডারেটর অধ্যাপক এটিএম আতিকুর রহমান। মেলা উপলক্ষে সকাল থেকেই আগত দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে পাখি পর্যবেক্ষণ করেন। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোষ্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখি বিষয়ক বিতর্ক ও আলোচনা অনুষ্ঠিত হয়।

মেলায় বক্তাগণ বলেন, পরিবেশ, প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে সমাজ রাষ্ট্রের সৃষ্টি। বন্যপ্রাণি, পাখি আমাদের পরিবেশ, প্রকৃতিকে রক্ষা করে। এ জন্য পরিবেশকে বাঁচাতে পশু-পাখিকে ভালোবাসতে হবে।

বক্তারা আরও বলেন, জাবির পাখিমেলা প্রকৃতি এবং পাখির প্রতি ভালোবাসা জন্মেছে, সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাখিমেলাকে ঘিরে এ বিশ্ববিদ্যালয়ের বহুমাত্রিক পরিচিতি বৃদ্ধি পেয়েছে।

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজেদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেলার আহবায়ক অধ্যাপক মোস্তফা ফিরোজ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।