ঢাবির কলা ভবনে আগুন


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা ভবনের ৩০৫৫ নম্বর কক্ষ উর্দূ বিভাগের ক্লাসরুমে রহস্যময় আগুন লেগেছে। বৃহষ্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একটি কম্পিউটার পুরো অংশ এবং কক্ষটিতে থাকা চেয়ার টেবিলসহ বিভিন্ন সরঞ্জামাদি আগুনে পুড়ে যায়। এসময় ধোঁয়ায় কক্ষটির আশপাশের এলাকা অন্ধকার হয়ে যায়। দীর্ঘ দশ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা সনাক্ত করা যায়নি।

উর্দূ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইস্রাফিল বলেন, আগুন লাগার কথা শুনে আমরা সেখানে গিয়ে দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত কমিটি গঠন করে কারা জড়িত সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে যেহেতু ধর্মঘট চলছে তাই ধর্মঘট আহ্বানকারীরা নাশকতা করতে পারে এমন আশঙ্কা করাই যায়।

ঘটনা পরিদর্শন করতে আসা কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে আমাদের মনে হয়েছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এটিকে কোনো ধরনের নাশকতা বলে আমরা মনে করছি না। তবুও বিষয়টি খতিয়ে দেখতে উর্দূ বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।