রাবিতে নাগরিক কণ্ঠের মানববন্ধন
সহিংসতার আগুনে পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ- স্লোগানকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও নৃশংসভাবে মানুষ হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে অনলাইন ওয়েব পোর্টাল নাগরিক কণ্ঠ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও পোর্টালের স্বেচ্ছাসেবক জোবাইদা জ্যোতির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির দপ্তর-সম্পাদক জয়শ্রী ভাদুড়ি, পোর্টালের কর্মী আলী হুসাইন মিঠু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ বর্তমানে চরম ভোগান্তিতে রয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো হরতাল-অবরোধের নামে বাস-ট্রেন-লঞ্চে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে। মানববন্ধন থেকে এসব সন্ত্রাস কর্মকাণ্ডকে তীব্র নিন্দা জানানো হয়।
এছাড়া মানববন্ধন থেকে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো, সকল প্রকার রাজনৈতিক সহিংসতা বন্ধ করা, মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ করা এবং নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করা।
এই মানববন্ধনে নাগরিক কণ্ঠের প্রায় অর্ধ-শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইংল্যান্ডের দাতা সংস্থা অক্সফাম এর পরিচালনায় অনলাইন ওয়েব পোর্টাল নাগরিক কণ্ঠ সমাজের বিভিন্ন ধরনের সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরে।
এমএএস/পিআর