‘প্রধানমন্ত্রী নিজেই দিয়াজের ব্যাপারটি দেখছেন’


প্রকাশিত: ১১:৫১ এএম, ২২ নভেম্বর ২০১৬

অস্বাভাবিকভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সরাসরি দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এখানে এসেছি। ছাত্রলীগের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী নিজেই ছাত্রলীগ নেতা দিয়াজের বিষয়টি দেখছেন। দিয়াজের মৃত্যুর বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি শাহাদাত হোসেন রাজন, সহ-সভাপতি আদিত্য নন্দী, সহ-সভাপতি মাহফজু রহমান রাসেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেন ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য অমিত কুমার বসু, মোয়াজ্জেম হোসেন জেমসসহ অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী।

এর আগে মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে দিয়াজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা দিয়াজের আত্মার মাগফেরাত কামনা করেন।

দিয়াজের পরিবারকে সমবেদনা জানাতে আসলে দলীয় নেতাকর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়েন দিয়াজের স্বজনরা। এ সময় এক হৃদয়বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়।

সমবেদনা জানাতে এসে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, দিয়াজ ইরফান বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি বিসিএসেও টিকেছেন। তার মতো মেধাবী নেতাকে হারিয়ে ছাত্রলীগ পরিবার শোকে বিহ্বল। এ রকম একজন মেধাবী নেতা চবি ছাত্রলীগ আমাদের উপহার দিতে পারবে কিনা তা জানি না।

এদিকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজের মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং সমবেদনা জানান।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।