ঢাবিতে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কার্জন হলের সামনে দু‘টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রোববার দুপুর ২টা ১০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও সুফিয়া কামাল হলের সামনে দু‘টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আমজাদ আলী বলেন, ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। তবে কাউকে চিহ্নিত করা যায়নি। চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।