শেকৃবিতে প্রক্টর নিয়োগ


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নয়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং প্রক্টর হিসেবে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাঁদের এ দায়িত্ব প্রদান করে প্রশাসন।

এর আগে ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে প্রক্টর হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি এবং আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এর আগে নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।