ঢাবিতে কর্মচারীর আত্মহত্যা


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ সার্জেন্ট জহরুল হক হলের চতুর্থ শ্রেণির এক  কর্মচারী আত্মহত্যা করেছে। তার নাম শংকর চন্দ্র রায়। সোমবার সকালে এ ঘটনা ঘটে। শংকর চন্দ্র রায়ের বাড়ি নোয়াখালী জেলার কবির হাটে।

শংকর চন্দ্র রায়ের এক সহকর্মী জানান, তিনি পূর্ব থেকেই মানসিক রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকাল ৬টায় তার কর্মস্থলে যাওয়ার পর তার মোবাইলে তাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তাকে আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার ভিতরে মৃত অবস্থায় পাওযা যায়। তিনি জাদুঘরের ভেতরে প্রবেশ করার পর নিজেই বাহিরের ফটকে তালা লাগিয়ে দেয় এবং সেখানেই গলায় ব্যানার জড়িয়ে আত্মহত্যা করেন। বেলা ১১টায় শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে তার আত্মীয়স্বজন কাউকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তার পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।