রোববার থেকে চবিতে লাগাতার ধর্মঘট


প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা, নেতাকর্মী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ ১১ দফা দাবিতে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।

শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় চবি শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, সিনিয়র সহ-সভাপতি নেছারুল হক নাজমুল ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু এক যৌথ বিবৃতিতে এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলা হয়, আমাদের এই দাবি আপনাদের জন্য। আশা করি আমাদের দাবিগুলোর প্রতি আপনারা সমর্থন রেখে শান্তিপূর্ণ ধর্মঘট পালনে সহযোগিতা করবেন।

সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে সর্বাত্মক ধর্মঘট পালনে ছাত্রদলের সকল নেতাকর্মীদের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। গত ৪ ও ৫ ফেব্রুয়ারি একই দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্রদল।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।