শাবির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ০১:২০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনটি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আমিনুল হক ভুঁইয়ার নের্তৃত্বে আনন্দ র্যালী বের হয়। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটির আনন্দ ভাগাভাগি করে নেয় শাবিপ্রবি পরিবার।

প্রসঙ্গত, ১৯৯১ সালের পয়লা ফাল্গুন ৩টি বিভাগে ১২০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করে শাবিপ্রবি। বর্তমানে পঁচিশটি বিভাগে প্রায় দশ হাজার শিক্ষার্থী রয়েছেন বিশ্ববিদ্যালয়টি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।