রাবিতে বুধ-বৃহস্পতিবার শিবিরের ধর্মঘট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যেই ধর্মঘট ডেকেছে ছাত্রশিবির। শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার ও বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার রাতে ছাত্র-শিবির নেতা শাহাবুদ্দিনকে গুলি করে হত্যা, শিবির নেতা মফিজুর রহমান ও হাবিবুর রহমানকে আটকের প্রতিবাদে এবং জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে বুধ ও বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের আহবান করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসিক হলসমূহ তল্লাশি করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্র রাখার অপরাধে দোষীদের আইনের আওতায় আনা, আবাসিক হলে অবস্থানরত বহিরাগতদের উচ্ছেদ করে বৈধদের থাকার ব্যবস্থা করা, ক্যাম্পাস ও হলে সব ছাত্র সংগঠনের সহঅবস্থান নিশ্চিত করা, সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আবাসিক হলের ডাইনিং-ক্যান্টিন খুলে দেওয়ার পাশাপাশি খাবারে ভর্তুকি বাড়ানো।
বিএ/আরআইপি