সাংস্কৃতি সৃজনশীলতা ও মননের বিকাশ ঘটায় : জাবি উপাচার্য


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সৃজনশীলতা ও মেধা মননের বিকাশ ঘটে। পরিবেশ, প্রকৃতি ও সংস্কৃতি মানুষের অবিচ্ছদ্য অংশ। সংস্কৃতির মধ্যদিয়ে মানুষ বেড়ে উঠে। মঙ্গলবার সাংস্কৃতিক সংগঠন ‘জলসিড়ি’র সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে সকাল সাড়ে ১০ টায় জলসিড়ির সাংস্কৃতিক অনুষ্ঠানামালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জলসিড়ির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া সন্ধ্যায় জলসিঁড়ি’র প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটক বিউটি বাজার অনুষ্ঠিত হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।