জুবায়ের হত্যার রায়ে সন্তোষ প্রকাশ


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করেছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ সংগঠনের সংগঠকরা। তারা এ রায়কে স্বাগত জানিয়েছেন।

সংগঠনটির অন্যতম সংগঠক জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় ধর জাগোনিউজকে বলেন, আমরা আদালতের এ রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি আদালত সব কিছু বুঝেই এ রায় দিয়েছেন। দ্রুত এ রায় কার্যকর করার দাবিও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১২ সালের ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ ছাত্রলীগে কর্মীদের দ্বারা গুরুত্বর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জুবায়ের হত্যার পর থেকেই তার হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিল ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ সংগঠনটি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।