কেরানীগঞ্জে হবে জবির নতুন ক্যাম্পাস : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ১১:২৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬
ফাইল ছবি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস কেরানীগঞ্জে নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে ‘অখণ্ড জমিতে’ সব সুযোগ-সুবিধাসহ নতুন ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
তিনি বলেন, কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস হলেও পুরান ঢাকার চিত্তরঞ্জন এভিনিউয়ে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুরনো স্থাপনাগুলোও থাকবে। তবে তখন কোনটি মূল ক্যাম্পাস হবে, কোথায় কী কাজ হবে- সেসব বিষয়ে একটি মহাপরিকল্পনা তৈরি করা হবে।

কেরানীগঞ্জে ২৫ বিঘা জায়গা কেনা আছে। ওই জায়গার আশপাশে আরো জমি আছে। সবার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ জমি প্রয়োজন, তা ওখান থেকে নিতে পারব। যত দ্রুত সম্ভব এই অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এমইউএইচ/এআর/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।