জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাই ঐক্যবদ্ধ থাকলে জঙ্গিবাদ বাংলাদেশে ভিত্তি স্থাপন করতে পারবে না।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। তাই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে সামাজিক ও প্রতিরোধমূলক আন্দোলন গড়ে তুলতে হবে।

জঙ্গিদের সমূলে উৎপাটন করা যাবে না, এমন ধারণা ঠিক নয় মন্তব্য করে তিনি বলেন, আমরা শিক্ষা পরিবার সবচেয়ে বেশি বিপদজনক ও নাজুক পরিস্থিতিতে আছি। কারণ তারা আমাদের ছাত্র সমাজকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করছে। আর এক্ষেত্রে ছাত্ররাই বেশি ঝুঁকছে।

মন্ত্রী বলেন, অনেকেই সবসময় মন্তব্য করেন মাদরাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। আমি বরাবরই এর প্রতিবাদ করে আসছি। যার বড় প্রমাণ হচ্ছে জঙ্গিবাদী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃতদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি বলেন, আমরা চাচ্ছি একটি বিশ্বমানের শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে। শিক্ষার্থীদেরকে শিক্ষার পাশাপাশি প্রযুক্তিতেও এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তাদের মানবিক মূল্যবোধও জাগ্রত করতে হবে।

ঢাবি ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ইউজিসি চেয়ারম্যান ড. আব্দুল মান্নান, ঢাবি’র প্রো-ভিসি ড. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।
 
এমএইচ/এমএমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।