রায় সাহেব বাজার মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২৩ আগস্ট ২০১৬

পুলিশের ব্যারিকেড ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়েছেন। এছাড়া ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।  

মঙ্গলবার সকাল ১০টার দিকে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে রায়সাহেব বাজারের আশপাশের এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এসব সড়কে।

তবে আন্দোলনকারী তাঁতীবাজার মোড়ে অবস্থান নিতে চাইলে প্রবল পুলিশি বাধায় তারা এগোতো পারেননি। গতকাল সোমবারও একই সময়ে তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার ধর্মঘটের শুরুতেই উপাচার্যের ভবনে তালা দেন আন্দোলনকারীরা।

saheb

হল আন্দোলন কর্মসূচিতে পুলিশের বাধা ও পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল নির্মাণের দাবিতে এ ধর্মঘট চলছে।  

হলের দাবিতে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। তবে বংশাল মোড়ের পর মিছিলটি আর এগোতে দেয়নি পুলিশ। ছাত্রদের ওপর টিয়ারশেলও নিক্ষেপ করে পুলিশ।

এরপর ওই ঘটনার প্রতিবাদে প্রথমে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা। পরে কর্মসূচির পরিবর্তন করে বলা হয়, কেবল মঙ্গল ও বুধবার ধর্মঘট পালন করা হবে।

নতুন হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা এবং পুরনো কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কাছে হস্তান্তরের দাবিতে চলতি মাসের শুরুর দিকেই আন্দোলনে নামেন জবি শিক্ষার্থীরা।  

মঙ্গলবার সকালে বিভিন্ন রুট থেকে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীদের পরিবহনকারী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসএম/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।