কার্জন হলের তালা ভেঙ্গে দিয়েছে পুলিশ


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২১ জানুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলে অফিস ও ক্লাশরুমে লাগানো ২৫টি তালা ভেঙ্গে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী পুলিশের সহয়তায় এসব তালা ভেঙ্গে দেন।

বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এসব তালা ভাঙ্গা হয়। পরে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসরুম এবং শিক্ষার্থীদের জন্য ক্লাশরুম উন্মুক্ত করে দেয়া হয়।।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় ক্লাশ করতে এসে কার্জন হলের প্রধান ফটক থেকে শুরু করে অফিস ও ক্লাশরুমে তালা দেখতে পান শিক্ষার্থীরা।

ড. আমজাদ আলী বলেন, গভীর রাতে কে বা কারা তালা লাগিয়েছে তা জানা যায়নি। তবে যেকোনো পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠ ছিল এবং থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

রাতে প্রক্টরিয়াল টিমকে ফাঁকি দিয়ে এতোগুলো তালা কীভাবে লাগনো হলো জানতে চাইলে এব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।