রাবির ৯ম সমাবর্তনে ভুলে ভরা সনদ


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৮ জানুয়ারি ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবম সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের প্রদানকৃত সনদে প্রচুর ভুল পাওয়া গেছে।

শনি ও রোববার গ্রাজুয়েটদের সনদ উত্তোলন করার সময় এসব ভুল নজরে আসে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল ৮টার পর থেকে রাত ৮টা পর্যন্ত সমাবর্তনে নিবন্ধনকৃত গ্রাজুয়েটরা তাদের স্ব-স্ব বিভাগে উপস্থিত হয়ে সনদ উত্তোলন শুরু করে। এ সময় তারা সনদে নাম ও ফলাফলসহ বিভিন্ন বিষয়ে ভুল দেখতে পায়। এতে করে সনদপত্র পাননি অনেকেই। বিশেষ করে বিজনেস স্টাডিজ অনুষদের অনেক শিক্ষার্থী সনদপত্র হাতে পাননি। সনদপত্রে নাম ও সিজিপিএ ভুল থাকার কারণে তাদের কাছে সনদপত্র দেয়া সম্ভব হয়নি। এ কারণে তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সমাবর্তনে যোগ দিয়েছিলেন সাবেক শিক্ষার্থী নজরুল ইসলাম। তিনি ২০০৭ সালের ব্যাচ। কিন্তু বহু প্রত্যাশিত সনদপত্র তিনি পাননি। কারণ হিসেবে নজরুল বলেন, আমাদের সনদপত্র সরবরাহ করা হলেও ভুল ধরা পড়ার কারণে তা ফেরত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে সনদপত্র ছাড়াই আমাদের ফিরতে হচ্ছে। একই ধরনের বক্তব্য অন্য সাবেক শিক্ষার্থীদেরও।

অভিযোগের বিষয়টি স্বীকার করে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন জাগোনিউজকে বলেন, সনদপত্রে অনাকাঙ্খিতভাবে প্রচুর ভুল হয়েছে। এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।