জবির প্রধান ফটকে তালা


প্রকাশিত: ০৬:১১ এএম, ০৭ আগস্ট ২০১৬

আবাসন সংকট নিরসনসহ বেশ কয়েকটি দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা ২০ মিনিটে বিক্ষোভের এক পর্যায়ে তারা জবির ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন প্রধান ফটবে তালা ঝুলিয়ে দেয় তারা।

ঘটনাস্থলে উপস্থিত জাগো নিউজের জবি প্রতিনিধি সুব্রত মণ্ডল জানান, শিক্ষার্থীদের তালা ঝোলানোর পর ক্যাম্পাসের ভেতর থেকে কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। মাঝে মাঝে তালা খুলে বাইরে থেকে শিক্ষার্থীদের ভেতরে ঢোকানো হচ্ছে।

বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুর মোহাম্মদ তালা খুলতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে তিনি তালা খুলতে পারেননি।

নতুন হল নির্মাণ করে আবাসন সংকট নিরসন ও নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের জায়গা অবিলম্বে জবিকে হস্তান্তরের দাবিতে রোববার সকাল থেকে জবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

এসএম/এআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।