তারেকের রায় কার্যকরের দাবি ছাত্রলীগের


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২২ জুলাই ২০১৬

বিদেশে অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের দেয়া সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা আর্থিক দণ্ড কার্যকরের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, পরামর্শ প্রতিষ্ঠান খুলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে সে অর্থ বিদেশে পাচার করায় ইতিহাসের কলঙ্ক তারেক রহমান। এই অর্থ পাচারকারী তারেক আলাদতের বিচারে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাই তাকে দেশে ফিরে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।

এ সময় তিনি গুলশান হামলার মূল হোতা বলেও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি এ বিষয়ে গোয়েন্দা সংস্থাকে তদন্ত করার পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশ জঙ্গিদের দেশ নয়। গুলশানের জঙ্গিরা ঘটনাস্থলে নিহত হয়েছে, কিন্তু জঙ্গিদের লাশ তাদের বাবা-মা পর্যন্ত নেননি। কারণ তারাও দেশ ও জাতির কাছে লজ্জিত হয়েছে। এ থেকেই বোঝা যায় বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করে না।

সমাবেশে বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।