ক্যাম্পাস থেকে শাবি শিক্ষার্থী আটক


প্রকাশিত: ০৮:২২ এএম, ১৯ জুলাই ২০১৬
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আব্দুল আজিজ নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে থেকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেনের উপস্থিতিতে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। কি কারণে তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিশ্চিত হতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, উপরের নির্দেশে তাকে আটক করা হয়েছে।

জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, তাকে আটক করেছে বিশেষ ইউনিট। পরে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন।

আব্দুল আজীজের বড় ভাই আব্দুল কাদির বলেন, আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে ক্যাম্পাস থেকে। কেন নিয়ে গেছে কারণ জানানো হয়নি। আমরা জালালাবাদ ও কোতোয়ালি থানায় গিয়েও ভাইকে পাইনি। তারা কোনো তথ্য দিচ্ছে না। তিনি ভাইকে নিরাপরাধ দাবি করে মুক্তি দাবি করেন।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।