জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বুধবারের মধ্যে জাকসুর তফসিল দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন ও বুধবারের মধ্যে জাকসুর তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। সেখান থেকে কয়েকটি সড়ক প্রদক্ষিণ প্রশাসনিক ভবনে সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

মিছিলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ’গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে। আমরা যখনই প্রশাসনের কাছে জাকসুর দাবি নিয়ে গিয়েছি, তারা বিভিন্নভাবে জাকসু বিলম্বিত করার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং নয় দফার একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ। আমরা বলতে চাই, জাকসু নিয়ে আর কোনো টালবাহানা মেনে নিবো না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুখে শুনেছি তারা নাকি গণঅভ্যুত্থানের প্রোডাক্ট, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার এতো দিন হয়ে গেলেও ছাত্রলীগের হামলাকারীদের বিচার করতে পারেনি। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু এবং বিচারকে মুখোমুখি করার চেষ্টা করছে। জাকসু এবং বিচার একসঙ্গে চলতে পারে। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি জাকসু নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রশাসনকে টেনেহিঁচড়ে গদি থেকে নামাতে বাধ্য হবো।

সৈকত ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।